আমার নারায়ণগঞ্জ:
নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানায় সহজলভ্য হয়ে উঠেছে মাদকদ্রব্য কেনাবেচা। শহরের বেশ কিছু এলাকায় হাত বাড়ালেই মিলছে মাদক ব্যবসায়ী শুক্কুরের মাদক। এতে কিশোর ও যুবকদের বড় একটি অংশ মাদকে আসক্ত হয়ে পড়ছে এই এলাকাগুলোতে। মাদক ব্যবসায়ী রাজ্জাক আইনের ফাঁক গলে বারবার জামিনে বেরিয়ে আবারও মাদক বিক্রি করছেন চাষাড়ার রেল স্টেশনে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইসদাইর,চাষাড়া রেল স্টেশন,নিউ চাষাড়া বস্তিসহ প্রায় বেশকিছু স্থানে চলছে মাদক ব্যবসায়ী রাজ্জাকের মাদকের কেনা-বেচা। সন্ধ্যার পড়ে এসব স্থানগুলোতে জমে ওঠে মাদকের আড্ডা।
প্রায় অধিকাংশ মাদক সেবনের ঘরগুলোই নিয়ন্ত্রণ করে প্রভাবশালী কিছু ব্যাক্তি। যার ফলে চাইলেই এসব স্থানে অভিযান পরিচালনা করতে পারছে না পুলিশ। কিছু মাদকসেবী ও ব্যবসায়ী পুলিশের অভিযানে গ্রেফতার হলেও মূলহোতারা থাকছেন ধরাছোয়ার বাইরে। যার ফলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মাদকের সহজলভ্যতা।
এ বিষয়ে এলাকাবাসী বলেন, সাংবাদিক বা পুলিশকে তথ্য দিলে সেটা যে ব্যবসায়ীরা জানবে না তার গ্যারান্টি নাই! আপনারাতো চব্বিশ ঘণ্টা আমাদের পরিবারকে নিরাপত্তা দিতে পারবেন না। বিপদে পড়ার ভয় সকলের আছে।
উপজেলার সচেতন নাগরিকরা বলছেন, মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। এগিয়ে আসতে হবে মাদকাসক্ত ব্যাক্তির পরিবারের অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও জনপ্রতিনিধিদের।