1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৮৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ এবং অবসরপ্রাপ্ত ৪ জন শিক্ষক বাবু সুকুমার রায়, জহিরুল ইসলাম, আব্দুল মতিন ভূঁইয়া ও গোলাম রব্বানীকে গ্রাচুইটির চেক প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে (১৩ ফেব্রুয়ারি) সোমবার বিকেল ৩টায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে গত ৩ বছরে অত্র স্কুল থেকে যারা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ও বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় যারা ১ম, ২য় ও ৩য় হয়েছে তাদেরকেও ক্রেস্ট তুলে দেয়া হয়।

মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য রমজান হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোহাম্মদ বদরুল আলমের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি বি.এম. কুদরত-এ-খুদা তার বক্তব্য বলেন, ‘তোমরা শিক্ষার্থীরা আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষাব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হয়েছে। তোমরা যাতে দেশের নেতৃত্ব দিতে পারো সেভাবে তোমাদেরকে গড়ে উঠতে হবে। তোমরা ভালো কাজ করতে গিয়ে বাধাগ্রস্থ হলে আমাকে জানাবে বা শিক্ষকদের সাথে যোগাযোগ করবে বা ৯৯৯ এ কল দিবে। ইভটিজিং কোনভাবেই মেনে নেয়া হবে না। যে ইভটিজিং করবে তার ছবি তুলে পাঠিয়ে দাও, তার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বাল্যবিবাহের বিষয়ে আমাদেরকে জানাবে, জড়িতদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো’।

ধর্মীয় শিক্ষক মোঃ ইলিয়াছের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে সহকারি শিক্ষক দুলাল মিয়ার সঞ্চালনায় অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবুল খায়ের খন্দকার সহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD