1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

ফতুল্লায় ছুরিকাঘাতে সাইফুল ইসলাম হত্যার ৮ মাস পর এক যুবক গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
ফতুল্লায় ভোর রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সাইফুল ইসলাম হত্যার ৮ মাস পর এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তাদের দাবি গ্রেপ্তারকৃত যুবক ওই হত্যা মামলার আসামী। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ফতুল্লার আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম সঞ্জয় দাস ওরফে লিমন (৩৫)। সে ফতুল্লা আমতলার মৃত তপন দাসের ছেলে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় ১টি মাদক মামলা, ফতুল্লা মডেল থানায় ১ টি মাদক মামলা, ২ টি ডাকাতি ও ১ টি দস্যুতা সংঘটনের মামলা রয়েছে।

র‌্যাব জানায়, এর আগে নিহত মো. সাইফুল ইসলাম চাকুরীর সুবাদে শেরপুর থেকে মুন্সিগঞ্জ মুক্তারপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। গত ১৪ মে ভোর অনুমান ৪টায় ফতুল্লা পঞ্চবটি এলাকায় বাস থেকে নেমে মুক্তারপুর এর উদ্দেশ্যে রওয়ানা হয়। রাস্তায় সাইফুলকে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ওই হত্যার ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে ফতুল্লা থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ গোয়েন্দা দল ক্লুলেস এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনের উদ্দেশ্যে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে উল্লেখিত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী সঞ্জয় দাস ওরফে লিমন হত্যাকান্ডের সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত আসামীকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD