1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

ফতুল্লায় সড়ক অবরোধ করে ট্রাকচালকদের বিক্ষোভ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা ফটকের সামনে সড়ক বন্ধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ট্রাকচালকরা।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে এ কর্মসূচি শুরু হয়। ফলে ফতুল্লা থানা এলাকা থেকে পঞ্চবটী মোড় পর্যন্ত সড়কে তীব্র যানজটের তৈরি হয়। পরে সকাল সাড়ে ১০টায় সেনাবাহিনী ও পুলিশের সুষ্ঠু বিচারের আশ্বাসে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন চালকরা।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাত ২টার দিকে পঞ্চবটী এলাকায় চায়না প্রজেক্টের সড়ক দিয়ে ট্রাক চলাচল করে। পরে এ নিয়ে প্রজেক্ট কর্তৃপক্ষ কয়েকজন ট্রাক চালককে মারধর করে। এর জের ধরেই প্রজেক্ট কর্তৃপক্ষের বিচারের দাবিতে ফতুল্লা থানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এ বিষয়ে চায়না প্রজেক্ট কর্তৃপক্ষের যোগাযোগের চেষ্টা করা হলেও কারো বক্তব্য পাওয়া যায় নি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, গতকাল রাতে মুক্তারপুর-পঞ্চবটী উড়ালসেতুর দায়িত্ব পালন করা চায়না প্রজেক্ট কর্তৃপক্ষের সঙ্গে ট্রাকচালকদের একটি ঘটনা নিয়ে এ পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি সুরাহার জন্য সেনাবাহিনীর সহায়তায় চালকদের কয়েকজন প্রতিনিধি ও প্রজেক্ট কর্তৃপক্ষকে নিয়ে থানায় বৈঠকে বসেছি। বর্তমানে সড়ক থেকে ট্রাক চালকরা সরে গেছেন। এখন যানজট থাকলেও খুব শিগগিরই যানজট নিরসন হবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD