আমার নারায়ণগঞ্জঃ
সাংবাদিক সাইফুল ইসলাম সজিবকে চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী সালাউদ্দিন গং কর্তৃক অপহরণ, নির্যাতন ও মুক্তিপন আদায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে নারায়ণগঞ্জ সাংবাদিক সমাজ ও সচেতন মহলের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিক সজিবকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, হত্যার উদ্দেশ্যেই চিহ্নিত সন্ত্রাসী সালাউদ্দিনসহ ৭ জন সজিবকে অপহরণ করেছিল। অপহরণের পর অমানবিক নির্যাতন করে ওই সন্ত্রাসীরা মুক্তিপন আদায় করেছে। ঘটনার পর তাৎক্ষনিক বন্দর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ইন্সপেক্টর রেজাউল করিম সংগীয় র্ফোস নিয়ে চার জন সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।
এজন্য আইনশৃংক্ষলা বাহিনীকে ধন্যবাদ জানানো হয়। অন্যান্য সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন সাংবাদিক নেতারা।
নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক সিদ্দিকীর সভাপতিত্বে ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান তোতার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক শীতলক্ষা পত্রিকার চীফ রির্পোটার আবু সাইদ কাদেরী, নারায়ণগঞ্জ সংবাদিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শেখ মনির হোসেন, নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি সহিদুল ইসলাম, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান খোকা, এনএএন টিভির প্রতিনিধি বদিরুজ্জামান রতন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।