আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চ ঘাট এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ১ হাজার ৫৩০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়।
বুধবার (০৮ ফেব্রুয়ারি দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ০৮ ফেব্রুয়ারি ২০২৩ আনুমানিক রাত ৩ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ০২ টি ইঞ্জিন চালিত স্টীলবডি ট্রলার তল্লাশি করে আনুমানিক ১ হাজার ৫৩০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়।
এসময় জব্দকৃত ডিজেল এর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ডিজেল ও ট্রলার পাগলা নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয় স্যার।