আমার নারায়ণগঞ্জঃ ভোক্তা সংরক্ষন আইনে এক সবজী ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে বন্দরে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে বন্দর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন বন্দর উপজেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট বি.এম. কুদরত এ খুদা।
তথ্য সূত্রে জানা গেছে, ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট বি.এম. কুদরত এ খুদা বন্দর বাজার, ১নং খেয়াঘাটসহ বন্দরে বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট বন্দর বাজারে সুমন নামে এক সবজী ব্যবসায়ীকে ভোক্তা সংরক্ষ আইনের ২০০৯ এর ৩৯, ৫১, ৪৮ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ ছাড়াও বন্দরে ১নং খেয়াঘাটের একাধিক দোকান পাটে অভিযান চালিয়ে জরিমানা আদায়ে করার খবর পাওয়া গেছে।
ভ্রাম্যমান আদালতের অভিযান উপস্থিত ছিলেন বন্দর থানার উপ-পরিদর্শক আবুল বাসারসহ সঙ্গীয় ফোর্স।