1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শনিবার, ১৪ জুন ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে সহস্রাধিক প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

  • প্রকাশিতঃ সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে সহস্রাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। এ সময় নিহতদের পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান তিনি।

শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, তুরস্ক ও সিরিয়ার এই বিপদের সময় বাংলাদেশের সরকার ও জনগণ তাদের পাশে আছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। একই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, সোমবার স্থানীয় সময় সকালে তুরস্ক ও সিরিয়ার সীমান্তে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬০০। ধ্বংসপ্রাপ্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। উদ্ধার অভিযান চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

এদিকে, প্রথম ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরই দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়েছে সিরিয়া ও তুরস্কে। এই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৭.৫। তবে দ্বিতীয় এ ভূমিকম্পে নতুন করে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD