আমার নারায়ণগঞ্জ:
মহান স্বাধীনতার মাস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৮ই মার্চ) ডিক্রীর চর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার পুরস্কার বিতরন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সফল সাংসদ বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান এর সহধর্মিণী পারভীন ওসমান।
প্রধান অতিথি পারভীন ওসমান বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্মরন করে দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন। তিনি যাতে আরো অনেকদিন বেচে থেকে দেশবাসীকে আরো অনেক কিছু উপহার দিতে পারেন।
তিনি আরো বলেন,ফাইনাল খেলায় যারা অংশগ্রহণ করেছো তোমরা অত্যাধিক ভালো খেলো।তোমরা রেগুলার অনুশীলন করো।খেলায় হার-জিত আছে তোমরা সবাই অনেক ভালো খেলেছো। খেলাধুলা করলে মনও ভালো থাকে শরীর ভালো থাকে। যুবসমাজের উদ্দেশ্য তিনি অনুরোধ করে আরো বলেন,সর্বপ্রথম তোমরা নামাজ কায়েম করবে তারপর পড়ালেখা,নাটক,অভিনয়,গান-বাজনাসহ যার যেই মেধা সেখানেই মেধা সঠিকভাবে ব্যবহার করার জন্য অনুরোধ করেন। তোমরা আরও ভালো খেলা খেলে নিজেদের কে গড়ে তুলবে এবং সমাজের মানুষের সেবা করবে ভালো কাজ করতে সচেষ্ট থাকবে। তোমাদের অর্জন গুলো মানুষের সামনে তুলে ধরবে।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আব্দুল করিম বাবু।
আলীরটেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আলী নুর মোল্লার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন সহ আরো অনেকে।