1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

বাৎসরিক ওয়াজ মাহফিলে আজমেরী ওসমানের পক্ষ থেকে বড় মহিষ উপহার

  • প্রকাশিতঃ রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ

নবীগঞ্জ কদম রসূল হাউজিং খাজা গরীবে নেওয়াজ ওরশ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে হযরত খাজা মঈনুদ্দীন চিস্তি ( রহঃ) দুই দিন ব্যাপী ১০ম বাৎসরিক ওয়াজ মাহফিলে নারায়নগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য প্র‍য়াত জননেতা আলহাজ্ব নাসিম ওসমান সাহেবের সুযোগ্য পুত্র নারায়ণগঞ্জের প্রান পুরুষ ও বীর পুরুষ আলহাজ্ব আজমেরী ওসমান সাহেবের পক্ষ থেকে মাহফিল কমিটি কে “
একটি বড় মহিষ উপহার দেওয়া হয়।

৯ ও ১০ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার ও শুক্রবার নবীগঞ্জ অলম্পিয়া ঘাটলা প্রাঙ্গণে প্রধান আকর্ষন ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন আওলাদে রাসূল পীরে তরিকত ইমামে আহলে সুন্নত বিশ্বের সফল ইসলাম ধর্মের প্রচারক আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল-আবেদী (সভাপতি,বাংলাদেশ আহলে সুন্নত ও জামাত,চেয়ারম্যান ইসলামী ফ্রন্ট বাংলাদেশ,পীর সাহেব ইমামে রাব্বানী দরবার শরীফ,হাজীগঞ্জ,চাঁদপুর)

ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে থাকবেন হযরত মাওলানা সোরাব হোসেন জালালী সাহেব(জালালীয় দরবার শরীফ,কুমিল্লা,লাকসাম)।
বিশেষ বক্তা হিসেবে হযরত হাফেয মাওঃ শহীদুল্লাহ আল আবেদী সাহেব (খতিব,টি,হোসেন জামে মসজিদ,নবীগঞ্জ),আশেকে রাসূল হযরত মাওঃ রবিউল আওয়াল আল-কাদরী (খতিব,বাগে জান্নাত নবীগঞ্জ কবরস্থান জামে মসজিদ),আশেকে রাসূল মাওঃ মাসুদ আলম আল-আবেদী(খতিব,গনি বেপারী জামে মসজিদ,নবীগঞ্জ,উত্তরপাড়া) এবং আশেকে রাসূল হযরত মাওঃ ক্বারী আব্দুল আহাদ(খতিব,উত্তরপাড়া জামে মসজিদ,নবীগঞ্জ)।

হযরত খাজা মঈনউদ্দিন চিস্তি এর দুই দিন ব্যাপী ১০ম বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক এম.পি মরহুম আলহাজ্ব নাসিম ওসমান সাহেবের সুযোগ্য সন্তান,নারায়নগঞ্জের অহংকার জনাব আলহাজ্ব আজমেরী ওসমান সাহেব।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা আজহার কমিশনার(সাবেক কমিশনার,খানপুর),আলী হায়দার শামীম(বিশিষ্ট সমাজসেবক),মনি হোসেন মোল্লা(বিশিষ্ট শিল্পপতি ও ডিরেক্টর নীট কনসার্ন গ্রুপ),আমির হোসেন(বিশিষ্ট সমাজসেবক),জনাব মোঃ এহসান উদ্দিন(চেয়ারম্যান,বন্দর উপজেলা পরিষদ),জনাব মোঃ আফজাল হোসেন(কাউন্সিলর),জনাব মোঃখান মাসুদ(বিশিষ্ট সমাজসেবক ও যুবলীগ নেতা),জনাব মোঃ সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান (সাবেক কাউন্সিলর),জাহাঙ্গীর হোসেন মোল্লা (ব্যবস্থাপনা পরিচালক,নীট কনসার্ন গ্রুপ) ও হাজী মিজান সাহেব ( বিশিষ্ট সমাজ সেবক)।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD