1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন

রূপগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাঞ্চন পৌরসভার সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪২ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাঞ্চন পৌরসভার সভাপতি যোবায়ের আহমদ আনসারী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাবিবুর রহমান এর সঞ্চালনায় রূপগঞ্জ থানাধীণ কাঞ্চন পৌরসভার “পৌরসভা সম্মেলন ২০২৩” অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় কাঞ্চন দক্ষিণ বাজার অটোস্ট্যান্ড সংলগ্ন মাঠে আয়ো‌জিত এ সম্মেল‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মাদ আলী বলেন, শিক্ষা ব্যবস্থায় সংকট সমাধানের জন্য প্রযুক্তিনির্ভর বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। শিক্ষার্থীদের নৈতিকতার অবক্ষয় রোধে সকল শিক্ষার্থীর জন্য ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিয়ে জনসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষার প্রসার করতে হবে।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঞ্চন পৌরসভার সভাপতি ডাঃ মুহাঃ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কাঞ্চন পৌরসভার সভাপতি মাওলানা কামরুল ইসলাম শরিয়তপুরী , ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কাঞ্চন পৌরসভার সভাপতি আব্দুল লতিফ মোল্লা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাঞ্চন পৌরসভার সহ-সভাপতি রমজান হোসেন, সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এরপর প্রধান বক্তা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাঞ্চন পৌরসভার ২০২৩ সেশনের নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।

নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মাদ যোবায়ের আহমদ আনসারী, সহ সভাপতি মুহাম্মাদ রমজান হোসেন ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাবিবুর রহমান।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD