1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন

নিয়াজুল আওয়ামী লীগের একজন ত্যাগি কর্মী- খোকন সাহা

  • প্রকাশিতঃ শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, ২০০১ সাল, যখন দলের দুঃসময় চলছিলো তখন জাহাঙ্গির আমাদের সাথে আন্দোলন সংগ্রামে সরব ভুমিকা রেখেছে। নিয়াজুল আওয়ামী লীগের একজন ত্যাগি কর্মী। আন্দোলন সংগ্রামে তার ভুমিকাও ছিলো। ১৯৯৫ সালে বিএনপির সন্ত্রাসীরা শট গান দিয়ে নিয়াজুল কে শুইয়ে গুলি করলো। বিএনপির সন্ত্রাসীরা ভেবেছিলো নিয়াজুল মরে গেছে, পরে তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে খানপুর বার একাডেমি স্কুল প্রাঙ্গনে আয়োজিত ১১ ও ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এড. খোকন সাহা বলেন, আমি আজও ভুলতে পারি না, নিয়াজুলের ভাই নজরুল ইসলাম সুইটকে। আমি এবং ওয়াজেদ আলী খোকন সুইটের পক্ষে ছিলাম। আমাদের তখন দুঃসময়। ১৯৭৭ সালে বিএনপির মোস্তাক আহমেদ বাইতুল মোকাররমে জনসভা ডাকলো, সেই জনসভা বন্ধ করার জন্য সুইট গুরুত্বপূর্ন ভুমিকা রেখেছিলো। আরেকটা কাজ করেছিলো, বেগম খালেদা জিয়া গাড়ি দিয়ে যাওয়ার সময় কালো পতাকা দেখিয়েছিলো; এটা ছিলো তার অপরাধ।

এসময় ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD