1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

চাঞ্চল্যকর অপহরণপূর্বক মুক্তিপণ দাবি ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।

গত ১৯ সেপ্টেম্বর ২০১২ ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানা এলাকায় অপহরণ করে মুক্তিপণ দাবি এবং ধর্ষণের ঘটনা ঘটে। উক্ত ঘটনার বিষয়ে অভিযোগ এনে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রুপগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। যাহা রুপগঞ্জ থানার মামলা নং-৪৬ তারিখ-১৯/০৯/২০১২ইং ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩) এর ৭/৮/৯(১)৩০। দায়েরকৃত মামলার তদন্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অপহরণের পর মুক্তিপণ দাবি এবং নির্মমভাবে ধর্ষণের অভিযোগটি প্রমানিত হলে তদন্তকারী কর্মকর্তা উক্ত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিজ্ঞ আদালতে উক্ত মামলাটি প্রায় ১১ বছর বিচারাধীন থাকার পর গত ৩১/০১/২০২৩ইং তারিখে গ্রেফতারকৃত আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সদর কোম্পানী আদমজীনগর, নারায়ণগঞ্জ এর আভিযানিক দল ০৩ ফেব্রুয়ারি রাতে বিশেষ অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুঁড়ি পশ্চিমপাড়া এলাকা হতে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় ঘোষণার ৭২ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর অপহরণপূর্বক মুক্তিপণ দাবি ও ধর্ষণ মামলার প্রধান আসামী ১। সজিব ভূঁইয়া বাবু (২৫), পিতা-দুলাল ভূঁইয়া (মদদী দুলাল), সাং-গোলাকান্দাইল মধ্যপাড়া, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD