1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১১ অপরাহ্ন

না.গঞ্জের ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার করলো পথশিশুরা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
সড়ক দুর্ঘটনায় বিডিএস কৃষ্ণ (৪০) নামে নারায়ণগঞ্জের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বনানী ফ্লাইওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পথশিশুরা। কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, ভোর রাতে চার পথশিশু রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। তারা জানিয়েছে, কাকলি ফ্লাইওভার ব্রিজের নিচে বাসের ধাক্কায় আহত অবস্থায় পড়েছিলেন তিনি। দেখতে পেয়ে তারা তাকে হাসপাতালে নিয়ে আসে। ঘটনাটি বনানী থানা পুলিশ তদন্ত করছে।

এদিকে, নিহত কৃষ্ণর ভাগিনা নবোজিৎ সাহা শান্ত জানান, তার বাড়ি নারায়ণগঞ্জের সদর উপজেলার উকিলপাড়া গ্রামে। বর্তমানে উত্তরা ১২ নম্বর সেক্টর, ১৫ নম্বরো রোডে পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম হরি বাসর সাহা। পেশায় ব্যবসায়ী ছিলেন তিনি। রাতে পুলিশের মাধ্যমে তারা দুর্ঘটনার খবর শুনতে পান। পরবর্তীতে হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পান।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD