আমার নারায়ণগঞ্জঃ
আড়াইহাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক যুবককে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃত যুবক মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার (৩১ জানুয়ারী) বিকালে উপজেলার বিশনন্দী ফেঁড়িঘাট সংলগ্ন চৈতনকান্দা মেসার্স হাসু এনাটরিপ্রাইজের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃত যুবকের নাম মাসুদ পারভেজ ওরফে আব্বিয়া (২১)। সে কক্সবাজার টেকনাফ উপজেলার খারেন খালী নাচোরপাড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলার বিশনন্দী ফেঁড়িঘাট সংলগ্ন চৈতনকান্দা মেসার্স হাসু এনাটরিপ্রাইজ এর সামনে অভিযান চালায়। পরে হাতে নাতে অভিযুক্ত মাসুদ পারভেজ ওরফে আব্বিয়া আটক করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে আড়াইহাজার থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।