আমার নারায়ণগঞ্জ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল করেছে জেলা ও মহানগর ছাত্রলীগের অঙ্গ সংগঠন।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর চাষাঢ়া বিজয় স্তম্ভ চত্বর থেকে আনন্দ মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রলীগ নেতাকর্মীরা। মিছিলটি প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় আনন্দ মিছিল থেকে নৌকা ও শেখ হাসিনার শ্লোগানে মুখরিত হয় নারায়ণগঞ্জের রাজপথ। বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে আনন্দ মিছিলে যোগ দেন। নগরীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
একই সময় চাষাঢ়া শহীদ মিনারের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করে যুবলীগ নেতাকর্মীরা। আগামী নির্বাচনে নৌকার সব প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নাশকতা প্রতিরোধে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ, র্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা।