আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে ২৫ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ ৪ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (৩১ জানুয়ারী) সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গতকাল রাত পৌনে ১০ টায় র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর কোম্পানী কমান্ডার, উপ-পরিচালক, স্কোয়াড্রন লীডার এ কে এম মনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদপর গ্রেফতার, অপরাধ দমন ও আইন শংখলার সামগ্রিক উনয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফার্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব-১১, সিপিসি-১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ৩১ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রাড এলাকায় মাদক বিরাধী অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ২৫ কজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করে।
এসময় পটুয়াখালী জেলার বাউফল থানাধীন ওলিপুর ৯ নং ওয়ার্ডস্থ পানু মৃধার ছেলে বরৃতমানে ঢাকা জেলার যাত্রাবাড়ী থানাধীন মিরহাজীরবাগ পাইপ রাস্তা ৩ নং গলির মিয়া বাড়ীতে বসবাসকারী মাঃ রাব্বি (২২)’ শরিয়তপুর জেলার পালং থানাধীন রনখোলা এলাকার মোঃ মোতালিব হাওলাদারের ছেলে বর্তমানে ঢাকা জেলার কামরাঙ্গিরচর থানাধীন ওয়ার্ড নং ৫৬ ৫ নং গলি পূর্ব রসুলপুর বসবাসকারী মোঃ মহসিন হাওলাদার (২২), কুমিল্লা জেলার কোতোয়ালি থানারধীন দক্ষিণ বাঘবেয এলাকার নুরুল ইসলামের ছেলে মাঃ আমিনুল ইসলাম (৩৯) ও রংপুর জেলার কাউনিয়া থানাধীন শ্যামপুর ভরসা কোল্ডষ্টোরেজ এলাকার মোহাম্মদ নুরুজ্জামানের ছেলে বর্তমানে ঢাকা জেলার উত্তরা পূর্ব থানাধীন শাহজালাল এ্যভিনিনিউস্থ ৩০ নং বাসায় বসবাসকারী মোহাম্মদ শেখ ফরিদ (৩৭) (প্রাইভটকার চালক)’দেরকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড সংলগ্ন জনৈক মোঃ হযরত আলীর ফুলের দোকানের সামনে হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।