আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের মেডিস্টার হসপিটাল এন্ড রেনেসা ল্যাব নামে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক গৃহবধুর মৃত্যু অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার (১০ই অক্টোবর) দিনগত রাতে ডনচেম্বার এলাকায় অবস্থিত ওই হাসপাতালে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মশিরন আক্তার মরিয়ম (৪৮) জামালপুরের আমির বেপারীর মেয়ে। তিনি ফতুল্লার জেলা পরিষদের পাশ্ববর্তী সুগন্ধা মসজিদ এলাকায় ছেলের সঙ্গে থাকতেন।
রোগীর স্বজনদের অভিযোগ, কিছুদিন আগে মরিয়মের পায়ে ইদুরে কামড় দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে সংক্রমণ থেকে তার পায়ে ঘাঁ হলে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক সার্জন মাহামুদুল হাসান মিঠুর পরার্মশ নেন।
বুধবার রাতে মেডিস্টার হসপিটাল এন্ড রেনেসা ল্যাবে মরিয়মের পায়ে অপারেশন (অস্ত্রপাচার) করা হয়। অপারেশনের পর তার অবস্থা আশংকাজনক জানিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে রোগীর স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানায় আগেই মারা গেছে মরিয়ম।
নিহতের স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয় মরিয়মের। পরে ঘটনা ধামা চাপা দিতে মরদেহ অ্যাম্বুলেন্সে তুলে রাখে মেডিস্টার ক্লিনিকের লোকজন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিচুর রহমান মোল্লা জানান, নিহতের পরিবার থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে পুলিশ আইনী ব্যবস্থা নেবে।
এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে ওই চিকিৎসক।