আমার নারায়ণগঞ্জ:
ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসনের বিরুদ্ধে হামাসের প্রতিরোধ যুদ্ধের সঙ্গে সংহতি জানিয়ে এক মানববন্ধনের ডাক দিয়েছেন নারায়নগঞ্জের জনপ্রিয় ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান।
আগামী শুক্রবার ১৩ই অক্টোবর সকাল ৯ টা ৩০ মিনিটে ফিলিস্তিনের পক্ষে চাষাঢ়া শহিদ মিনারে মানববন্ধনের ঘোষনা দেন নারায়ণগঞ্জস্থান গ্রুপের এডমিন আরেফিন রওশান।
নারায়ণগঞ্জস্থান গ্রুপের এডমিন প্যানেল জানান, মানব বন্ধনটি সফল এবং সুন্দর করতে যার যার অবস্থান থেকে প্লেকার্ড ফিলিস্তিন এবং বাংলাদেশের ফ্লাগ,স্কার্ফ নিয়ে আসতে পারেন।পাশাপাশি মানববন্ধন টির স্লোগান কি হতে পারে আমাদের জানাতে পারেন
মানব বন্ধন টি সুন্দর করে সম্পন্ন করার জন্য আপনাদের কোন সাজেশন থাকলে সরাসরি আমাদের এডমিন প্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন।