1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে পদ্মা পাম্প হাউজে লাগা আগুন নেভাতে গিয়ে অসুস্থ ৫ কর্মী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল লিমিটেডের পাম্প হাউজে লাগা আগুন নেভাতে গিয়ে তাপে সামান্য দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়েছেন ৫ কর্মী। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। এরা হলেন, নাজমুল (২৫), মোজাম্মেল (৬০), গোলাপ (২৯), ফজল মিয়া (৬০), শফিউদ্দিন (৫৯)।

কোম্পানিটির কর্মচারী জহিরুল ইসলাম শাওন জানান, সকালে হঠাৎ পাম্প হাউসে শট সার্কিট থেকে আগুন লাগে। তখন সব স্টাফরা আগুনে নেভানোর চেষ্টা করে। এতে আগুনের তাপে সামন্য দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। এছাড়া আরো দুএকজন সামান্য আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে আনা হয়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, তাদেরকে বার্ন ইনস্টিটিউটের জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের কারো অবস্থায়ই গুরুতর না।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD