নিজস্ব প্রতিবেদকঃ আড়াইাহজারে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ যাত্রীবাহী বাসের চালককে আটক করা হয়েছে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আফাজুল ইসলাস।
নিহত কিশোরের নাম জিহাদ হোসেন (১৭)। সে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিমলকান্দি এলাকার আলমগীর হোসেনের ছেলে।
আটককৃত যাত্রীবাহী বাস চালকের নাম আইনুল হক (৪৮)। সে ময়মনসিংহ গফরগাঁও উপজেলার মাইজহাটি গ্রামের জলিল সরকারের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আফাজুল ইসলাস জানান, সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় ঢাকাগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপটি দুমড়েমুচরে যায়। এতে পিকআপের সামনে বসা জিহাদ হোসেন ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরও জানান, এই ঘটনায় শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের চালককে আটক করেছি। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।