নিজস্ব প্রতিবেদকঃ
ফতুল্লার কায়েমপুর থেকে ইয়াবা ট্যাবলেট সহ আলামিন (২৮) নামক এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে তাকে ফতুল্লা মডেল থানার কায়েমপুর থেকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ গ্রেফতারকৃতের নিকট থেকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত আলামিন ফতুল্লা মডেল থানার কায়েমপুরের আলী আশরাফের পুত্র।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১ টার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে ১ শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ আলামিন কে গ্রেফতার করে। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।