নিজস্ব প্রতিবেদকঃ
ফতুল্লায় এক যুবককে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃত একজন মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় তাকে হরিহরপাড়া আমতলা এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত যুবকের নাম মো. ইমন (৩৫)। সে ফতুল্লা হরিহরপাড়া আমতলার নুরুলের বাড়ীর ভাড়াটিয়া ও মৃত দারোগা আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির (টু) মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হরিহর পাড়া আমতলা মোড়ে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজা সহ মো. ইমনকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।