নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বালক-বালিক (অনূর্ধ্ব-১৬) সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। মঙ্গলবার ( ১৭ জানুয়ারি) বেলা সাড়ে সকাল ১১টায় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে, রূপগঞ্জ উপজেলার নুরুল হক উচ্চ বিদ্যালয় পার্শ্ববর্তী রূপগঞ্জের বাংলাদেশ কলেজ অব ফিজিক্যাল এডুকেশন পুকুরে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাঁতার প্রতিযোগিতায় রূপগঞ্জ উপজেলার ৮টি প্রতিষ্ঠানের বালক-বালিকাদের ৪ট গ্রুপে ১২টি ইভেন্টে ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন অধ্যক্ষ বাংলাদেশ কলেজ অব ফিজিক্যাল কলেজ, রূপগঞ্জ আতিকুল্লাহ (লাচ্ছু), নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজু মিয়া, সহকারী প্রধান শক্ষিকসহ শিক্ষকমন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র বলেন, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, ক্রীড়া প্রতিভার বিকাশ ও অন্বেষণ কার্যক্রমকে বেগবান করাসহ নতুন খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। সাঁতার শেখার মাধ্যমে জীবন রক্ষার পাশাপাশি সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে বালক-বালিকাদের দক্ষতা যাচাই ও প্রতিভা
বিকাশের সুযোগ সৃষ্টি হয়।
তিনি জানান, এই প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়েরা একদিকে যেমন আন্ত:স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। পাশাপাশি ক্রীড়া পরিদপ্তর ঢাকার অয়োজনে জাতীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। তাছাড়া নারায়ণগঞ্জে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষণেও ৩০ জন প্রতিভাবানন সাঁতারু অংশগ্রহণ করবে।
এ প্রতিযোগিতায় বালক-বালিকাদের ৪টি গ্রুপে ১২টি ইভেন্টের বিজয়ীদের নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের পক্ষ হতে পুরস্কার ও সনদপত্র তুলে দেয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক( ক্রীড়া) কাছে জেলার ক্রীড়া অফিস থেকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।