1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন

ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

  • প্রকাশিতঃ শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
ফতুল্লায় তুচ্ছ ঘটনায় আবু তাহের নামে এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ ঢালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু তাহের (৪০) ঢালিপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লামিয়া ও জামাল মিয়ার পাশাপাশি বাসা। রাতে তাদের শিশু সন্তানদের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি আবু তাহের কাছ থেকে দেখে দুই শিশুর পরিবারকে শান্ত করতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে লামিয়া ও তার লোকজন আবু তাহেরকে পিটিয়ে আহত করে। এ সময় স্থানীয় লোকজন আবু তাহেরকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD