ফতুল্লা প্রতিনিধি: ঐতিহ্যবাহী পাগলা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উৎসব – ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৩ মে শনিবার বেলা ১১ টা পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের আয়োজনে পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাহাবুব হোসেনের সভাপতিত্বে ও পাগলা উচ্চ বিদ্যালয়ের ৯৩ ব্যাচের ছাত্র মাহাবুবুর রহমান বাচ্চুর পরিচালনায়
উক্ত আলোচনা সভায় পাগলা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা পাগলা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উৎসব – ২০২৬ উপলক্ষে আগত সকল ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের মতামত প্রকাশ করেন এবং কিভাবে এই বিদ্যালয়ের ৫০ বছর সুবর্ণজন্তী সুন্দর ভাবে আয়োজন করা যায় তার লক্ষেই সকলে একত্রিত হয়েছেন। আর আজকের এই আয়োজনের মূল লক্ষ্য ছিল কিভাবে ২০২৬ সালের সুবর্ণজয়ন্তী সফলভাবে বাস্তবায়ন করা। এ সভায় উপস্থিত প্রায় ২৫ টি ব্যাচের প্রাক্তন শিক্ষর্থীরা তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ মতামত প্রকাশ করেছেন এবং কি কি করলে ২০২৬ সালে পাগলা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর সুবর্ণজয়ন্তী আলোড়ন সৃস্টি করা যায় সেটা নিয়ে সকলকে ব্যাচ অনুযায়ী কাজ শুরু করার আহবান জানানো হয়।
উক্ত আয়োজটি প্রথমেই কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু করা হয়। পরবর্তীতে আলোচনা শেষে সকলের মাঝে মান সম্মত খাবার প্রদান করা হয়।