1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
সোমবার, ১৬ জুন ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ৪.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় বাসিন্দারা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৮১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জে আবারও ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভুত হয়েছে।

শুক্রবার (৫ মে) ভোর ৫টা ৫৭ মিনিটে পর পর কয়েকবার ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠে নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বেশ কিছু এলাকা।

এদিকে ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে নারায়ণগঞ্জে।  ভয়ে বিভিন্ন এলাকায় মানুষ বাসা-বাড়ি থেকে নেমে সড়কে অবস্থান নেন।

অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে বিষয়টি তুলে ধরেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল দোহার থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

তবে প্রাথমিকভাবে এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানানো হয়েছে।

এর আগে সবশেষ গত ৩০ এপ্রিল দুপুর চট্টগ্রামে ৪ দশমিক ৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাই নামক স্থানে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD