আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জে আবারও ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভুত হয়েছে।
শুক্রবার (৫ মে) ভোর ৫টা ৫৭ মিনিটে পর পর কয়েকবার ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠে নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বেশ কিছু এলাকা।
এদিকে ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে নারায়ণগঞ্জে। ভয়ে বিভিন্ন এলাকায় মানুষ বাসা-বাড়ি থেকে নেমে সড়কে অবস্থান নেন।
অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে বিষয়টি তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল দোহার থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
তবে প্রাথমিকভাবে এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানানো হয়েছে।
এর আগে সবশেষ গত ৩০ এপ্রিল দুপুর চট্টগ্রামে ৪ দশমিক ৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাই নামক স্থানে।