আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনার,রাইফেল ক্লাব ও সোনালী ব্যাংকের সামনে প্রতিনিয়ত ঘটে চলেছে ছিনতাই ও চুরির মত জঘন্য অপরাধ।
চাষাঢ়া শহীদ মিনার ও ব্যাংকের সামনে পিঠার দোকান, বটের দোকান ও অবৈধ মিশুক,অটো স্ট্যান্ডের ফলে যানজট সৃষ্টি হলে কিছু মহিলা ও পুরুষ পকেটমার ধাক্কাধাক্কি করে এক পর্যায়ে ব্যাগ থেকে ছিনিয়ে নিচ্ছে মোবাইল,টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র।এইসকল চোর,পকেটমার ও ছিনতাইয়ের হাত থেকে রক্ষা পাচ্ছেন না পথচারীরা।
৪ই মে রোজ বৃহস্পতিবার চাষাঢ়া শহীদ মিনারের সামনে রাস্তা পারাপারের সময় এক নারীর ব্যাগ ছিনতাই করার সময় পিংকি নামে এক নারী ছিনতাইকারীকে স্থানীয় জনতা হাতেনাতে ধরে গনধোলাই দিয়ে ছেড়ে দেন।
এইসকল পকেটমারের হাত থেকে প্রতিনিয়ত সাধারন জনগন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে নিঃস্ব হচ্ছে।
হাতেনাতে ধরার পরার পর ঐ ছিনতাইকারী তাদের সাথের সিন্ডিকেটের আরো কিছু পকেটমারের নাম বলেন রেহেনা,আলো,ফতেয়াসহ আরো অনেকে।এইসব পকেটমারেরা রাস্তায় সাধারন জনগনের সর্বস্ব কেড়ে নিচ্ছে অনায়াসে।
এইসকল পকেটমারকে গোপনে ব্যাংকের সামনে থাকা হকারেরা শেল্টার দিয়ে থাকে এবং চুরি করার সময় এরা হাতে নাতে ধরা পড়লে নানা অযুহাত দেখিয়ে ছেড়ে দিতে সাহায্য করে।
সুশীল সমাজের দাবী, র্যাব,গোয়েন্দা ও পুলিশ প্রশাসন যাতে অতিদ্রুত ব্যাংকের সামনে থাকা এইসকল হকারদের উচ্ছেদ করেন। এদের উচ্ছেদ করা হলে একদিকে নারায়ণগঞ্জ অনেকটা যানজট মুক্ত ও সাধারন জনগন চুরি ছিনতাইয়ের হাত থেকে রক্ষা পাবে।