1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
সোমবার, ১৬ জুন ২০২৫, ১২:০১ অপরাহ্ন

বন্দরে ভাঙ্গারী মালামাল বিক্রি না করার অপরাধে সন্ত্রাসী হামলায় আহত-১

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ বন্দরে ভাঙ্গারী মালামাল বিক্রি না করার অপরাধে কামাল (২৭) নামে এক ভাঙ্গারী ব্যবসায়ীকে বেদম ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ ভাঙ্গারী ব্যবসায়ী রবসহ স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে।

এলাকাবাসী রক্তাক্ত জখম অবস্থায় আহত ভাঙ্গারী ব্যবসায়ীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

আহত ভাঙ্গারী ব্যবসায়ী কামাল বন্দর থানার মদনগঞ্জ রেললাইন এলাকার তোতা মিয়ার ছেলে।

বুধবার (৩ মে) সকাল ১০টায় বন্দর থানার মদনগঞ্জ রেললাইন এলাকায় ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহত ভাঙ্গারী ব্যবসায়ী কামাল মিয়া প্রাথমিক চিকিৎসা গ্রহন করে সন্ত্রাসী হামলার ঘটনার ওই দিন দুপুরে প্রতিপক্ষ ভাঙ্গারী ব্যবসায়ী রবসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

এ ব্যাপারে আহত ভাঙ্গারী ব্যবসায়ী কামাল জানান, জিবীকার তাগিদে আমি দীর্ঘ দিন ধরে মদনগঞ্জ রেললাইন এলাকায় ভাঙ্গারী ব্যবসা করে আসছি। ভাঙ্গারী মালামাল বিক্রি না করার কারনে একই এলাকার করিম মিয়ার ছেলে অপর ভাঙ্গারী ব্যবসায়ী রব মিয়ার সাথে আমার দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলছিল। ওই বিরোধের জের ধরে বুধবার সকাল ১০টায় ভাঙ্গারী ব্যবসায়ী রব ও তার পালিত সন্ত্রাসী একই এলাকার শিপন মিয়ার ছেলে লিওন ও একই এলাকার মৃত রহমান মিয়ার ছেলে শক্তি আমাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও লাঠি সোটা দিয়ে এলাপাথারী ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD