1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

রূপগঞ্জে বস্তাবন্দী মরদেহ নিয়ে আতঙ্ক, খুলে দেখা গেলো মরা গরু

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১২২ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
সড়কে পাশে মুখ বাধা সাদা বস্তাবন্দী দুর্গন্ধ যুক্ত মরদেহ দেখে আশপাশের উৎসুক জনতার ভিড় জমে। বস্তাবন্দী লাশ নিয়ে উপস্থিত স্থানীয়দের মাঝে ভয় ও আতঙ্ক দেখা দেয়।

রোববার (২৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া-নগরপাড়া সড়কের দক্ষিণপাড়া ভূতের বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
পরে পুলিশকে খবর দিলে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার মুখ খুললে গরুর মরা শাবক দেখতে পায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মসজিদ থেকে ফজরের নামায শেষ করে সেখান দিয়ে যাওয়ার পথে দুর্গন্ধ পায় মুসুল্লিরা। এসময় সড়কের পাশে তারা একটি সাদা ভরা বস্তা পড়ে থাকতে দেখে। খবরটি ছড়িয়ে পড়লে আশে পাশের উৎসুক জনতা ভিড় জমায় সেখানে। বস্তার ভিতরে মরা মানুষ রয়েছে ভেবে স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দেয়। পরে দুপুর ১ টার দিকে পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বস্তাটি কেটে গরুর মৃত দেহ দেখতে পায়। এতে স্থানীয়রা স্বস্তি পায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, সড়কের পাশে একটি বস্তা পড়ে আছে এবং তা থেকে দুর্গন্ধ বের হচ্ছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে বস্তা কেটে দেখতে পাই এর ভিতরে একটি গরুর মৃত বাচ্চা। রাতের বেলা যে কেউ মৃত বাছুরকে বস্তাভর্তি করে সড়কের পাশে ফেলে গেছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD