আমার নারায়ণগঞ্জঃ
বন্দর উপজেলার ব্রহ্মপুত্র নদীর তীরে শনিবার (২২ শে এপ্রিল) অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় কামতাল গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মোক্তার (৩৮) বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে নদীর পাড়ে অবস্থিত নারায়ণগঞ্জ জেলা পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য মাসুম আহমেদের রিভার ভিউ চেয়ারম্যান পার্কে আগত দর্শনার্থীদের জন্য নানা মুখরোচক খাবারের দোকান বসে, তেমনি একটি দোকানে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য পাশেই মেঘনা পাওয়ার ব্রিগেডের ১১ হাজার কিলো ওয়াডের পাওয়ার লাইনে সরাসরি বিদ্যুৎ সংযোগ নেওয়ার চেষ্টা করে এসময় বিদ্যৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মোক্তার হোসেন।
এতে ঘটনাস্থলে উপস্থিত দর্শনার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।