1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

বন্দরে মাসুদ রানা নামে এক ব্যবসায়ী বাস চাপায় নিহত

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৪০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
বন্দরে মাসুদ রানা (৫৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী বাস চাপায় নিহত হয়েছে।

গত ১৮ এপ্রিল মঙ্গলবার সকালে ব্যবসার কাজে মদন পুর কাঁচপুর হাইওয়ে রোডের পাশে দাঁড়িয়ে থাকা মাসুদকে একটি বাস এসে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।

ঐ সময় প্রায় ১০ গজ দূরে ছিটকে পরে তখন স্থানীয় এসে তাকে মদনপুর আল- বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে পরে তাকে এম্বুল্যান্স যোগে বন্দর হাজীপুরে বাড়িতে নিয়ে এলে গোটা এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।

নিহত ব্যাক্তি কলাগাছিয়া ইউনিয়ন এর হাজীপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে তার এক ছেলে দুই মেয়ে মা ও স্ত্রী সহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। তবে ঘাতক বাসটিকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

নিহত পরিবারের সদস্যরা জানায় আমাদের কারো উপরে কোন অভিযোগ নেই। এখন আমাদের এই পরিবারকে দেখার মত কেউ নেই। তাই মাননীয় এম পি মহাদয় আলহাজ্ব সেলিম ওসমান এর কাছে আকুল আবেদন তিনি যেন এই ব্যাপারে এই পরিবারের প্রতি সদয় দৃষ্টি দেন।

পরে বাদ আসর হাজীপুর বড় জামে মসজিদে জানাজা নামাজ শেষে হাজীপুর কবর স্থানে দাফন করা হয়।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD