মোঃ শহিদুল ইসলাম শাওন,(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে মাদক (গাজা ও ইয়াবা) সহ পৃথক অভিযানে মোঃ মোশাররফ হোসেন (৫৬) নামে মাদক ( গাজা) ও মোঃ মিজান (৩০), মোঃ হুমায়ুন কবির (৩০) নামে মাদক (ইয়াবা) সহ গ্রেফতার করে আমতলী থানা পুলিশ।
উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া বাসস্টান্ড এর ঢাকা – কুয়াকাটা মহাসড়কের বাজারের পূর্ব পাশে বাজারের মোঃ জলিলের চায়ের দোকানের সামনে থেকে ১ কেজি গাজা সহ মোঃ মোশাররফ হোসেনকে ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর তারিকাটা- গ্রামীন ফোন টাওয়ারের সামনে থেকে মাদক ৩১০ পিচ ( ইয়াবা) কেনা-বেচার সময় মোঃ মিজান (৩০), মোঃ হুমায়ুন কবির (৩০) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
পুলিশ সুত্রে জানা যায়, আমতলীতে পৃথক অভিযানে রবিবার (১৬ এপ্রিল ) ভোর রাত পৌনে ৪ টার দিকে কথিত মাদক কারবারি মোঃ মোশাররফ হোসেনকে ১ কেজি মাদক (গাঁজা) বিক্রয় এর জন্য শাখারিয়া বাসস্টান্ড এর ঢাকা – কুয়াকাটা মহাসড়কের বাজারের পূর্ব পাশে বাজারের মোঃ জলিলের চায়ের দোকানের সামনে থেকে ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর তারিকাটা- গ্রামীন ফোন টাওয়ারের সামনে থেকে মাদক ( ইয়াবা) কেনা-বেচার সময় মোঃ মিজান (৩০), মোঃ হুমায়ুন কবির (৩০) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে মাদক সহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।