1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন

ধরা ছোঁয়ার বাইরে চাঁদাবাজ ভুইট্টা হোসেন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ শহরে ফুটপাতের পাশাপাশি চাষাঢ়া শহীদ মিনারের আশেপাশের সড়কের একটা অংশ দীর্ঘদিন ধরে হকারদের দখলে রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়ছেন নগরীর লাখ লাখ মানুষ। মাঝেমধ্যে পুলিশ অভিযান চালালেও দৃশ্যপট খুব একটা পাল্টায় না। স্থানীয়দের চোখে পুলিশের এ অভিযান শুধুই ‘লোক দেখানো’।

সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনারের আশে-পাশে কয়েক শতাধিক হকার ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা করছেন। শহীদ মিনারের আশে-পাশের হকারদের কাছ থেকে দিন প্রতি ১০০-২০০ টাকা করে চাঁদা তুলছেন ভুইট্টা হোসেন নামের একজন চাঁদাবাজ। পুলিশ প্রশাসন,সাংবাদিক এবং ছাত্রলীগ নেতাকর্মীদের নাম ভাঙিয়ে প্রতিনিয়ত চাঁদা উত্তোলন করে বেড়াচ্ছে এই হোসেন।

চাষাঢ়া শহীদ মিনারের সড়কের আশ-পাশ হকারদের দখলের কারনে সারাদিন ওই সড়কের পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়। ফুটপাতে দোকানের কারণে হরহামেশাই মানুষের জটলা বেঁধে যায়। চুরি-ছিনতাইয়ের ঘটনাও ঘটে।

শহীদ মিনারের প্রতি দোকান থেকে ২০০/৩০০টাকা করে চাঁদাবাজি করে আসছে শরবর বিক্রেতা ভুইট্টা হোসেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ফুটপাত ব্যবসায়ী বলেন, তারা প্রতিদিন চাঁদা দিচ্ছেন। মাঝে মাঝে প্রশাসনের উপর মহলের চাপে উচ্ছেদ করা হলেও অভিযানের পর চাঁদা আদায়কারীরা পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যেতে বলেন। অথচ হয়রানির শিকার হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এসব বিষয়ে তদন্ত করে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD