আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মামুন সিদ্দিকী (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
বুধবার দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে ডিবি পুলিশ। এর আগে উপজেলার পূব ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, মামুন সিদ্দিকী শহরের উত্তর চাষাঢ়া চানমারি এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
ডিবির এসআই মোস্তাক আহম্মেদ জানান, জেলার কমবেশি সবাই জানেন, ক্রাইম জোন চানমারীতে বসতো মাদকের হাট। সে মাদকের হাট জেলা পুলিশ সুপারের নির্দেশে সাড়াশি অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হয়। তবে মাদক বিক্রেতারা অবস্থান পরিবর্তন করে মাদক বিক্রি করে আসছেন।
মঙ্গলবার রাতে সদর উপজেলার পূর্ব ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকা থেকে ২ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।