আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের মদনপুর থেকে ৬১ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করা হয়। এ সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে র্যাব।
সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাত ১.৩০টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে কুমিল্লা টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে বিশেষ কৌশলে মাদকদ্রব্য পরিবহন কালে ৬১ (একষট্টি) কেজি গাঁজা ও কাভার্ডভ্যান সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী’কে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী আসামী আবুল খায়ের (৩৪), পিতা- মোহাম্মদ আবু তাহের, মাতা- পুষ্পা বেগম, সাং- আবু তাহের ড্রাইভারের বাড়ি, নবগ্রাম, পোষ্ট- মুকবুল চৌধুরীর হাট, থানা- কবিরহাট, জেলা- নোয়াখালী’কে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ৪,২৬৫/- (চার হাজার দুইশত পঁয়ষট্টি) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামী জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে ও এর ঢাকা, নারায়ণগঞ্জ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।