আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ ৩ শতাধিক মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সরকারি তোলারাম কলেজের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দের আয়োজনে ওই ইফতার বিতরণ করা হয়।
মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, সরকারি তোলারাম কলেজের অধক্ষ্য বিমল চন্দ্র দাস, সহকারি অধ্যক্ষ জীবন স্যারসহ শিক্ষার্থীবৃন্দ।
ইফতার বিতরনের আগে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ তার পরিবারের নিহত সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়।
এছাড়া কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া করা হয়।
দোয়া অনুষ্ঠানে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বর্তমান বৈশ্বিক এ দুর্যোগেও সারাবিশ্বে তিনি শুধু মানবিকতার গুণে হয়ে উঠেছেন অনন্য। আপন মহিমায় তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে করোনা সংকট মোকাবিলা করে দেশ আজ কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্বের বিস্ময়। একজন মানবিক প্রধানমন্ত্রী, যিনি সারাক্ষণ দেশ ও জাতির কল্যাণে কাজ করে চলেছেন। তারই আস্থা ভাজন আমাদের নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান সেই লক্ষে মানুষের পাশে দাড়ানো অঙ্গিকার নিয়ে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা সরকার রমজান মাসে দুস্থদের বিভিন্নভাবে সহায়তা দিচ্ছে। এক্ষেত্রে বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।