1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

রূপগঞ্জে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি দেবর গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৫১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার (৪২) হত্যা মামলার প্রধান আসামি দেবর রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) মঙ্গলবার রূপগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ মিরাজ আহম্মেদ ৭ দিনের রিমান্ড চেয়ে রফিকুল ইসলামকে আদালতে প্রেরণ করেন।

পুলিশ জানায়, রূপগঞ্জ পশ্চিমপাড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে নজরুল ইসলামের সঙ্গে গত ২৫ বছর আগে মুশুরী গ্রামের মৃত আব্দুল হাইয়ের মেয়ে পারভীন আক্তারের বিয়ে হয়। গত ২৭ মার্চ গৃহবধূ পারভীন আক্তারের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে দেবর রফিকুল ইসলামের বাকবিতন্ডা হয়।

একপর্যায়ে রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে রনি মিয়া (২২) পারভীন আক্তারকে বেদম প্রহার করে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পারভীন আক্তারকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গত ৩ এপ্রিল রাতে পারভীন আক্তারের মৃত্যু হয়। পারভীন আক্তারের মাথায়, কাঁধে ও হাত-পাসহ শরিরের বিভিন্নস্থানে জখমের দাগ রয়েছে। এ ব্যপারে পারভীন আক্তারের ভাই মাসুম বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD