আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ আদালত পাড়ায় জালাল নামে এক আসামির মৃত্যু হয়েছে। নিহত জালাল আড়াইহাজার থানার একটি জালয়াতি মামলার আসামি।
বুধবার (২৯ মার্চ) তাকে গ্রেপ্তারের পর আড়াইহাজার থানা পুলিশ বৃহস্পতিবার (৩০ মার্চ) নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে।
এ সময় আসামি পক্ষের উকিল জামিনের আবেদন করলে আদালত তাকে জামিন দেন। জামিন পাওয়ার পরই আদালত প্রাঙ্গণেই অসুস্থ হয়ে পড়ে জালাল।
পরে তার ছেলে পুলিশের সহায়তায় তাকে শহরের ৩০০ শয্যা খানপুর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আসামিকে আড়াইহাজার থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। সেখানে সে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেয়।
পরে বের হয়ে সে অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে তার ছেলের সঙ্গে পুলিশ সদস্য ও লেগুনা ঠিক করে দেই। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।