আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ শহরের শহরের র্যালী বাগান এলাকার আবির হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টার মামলায় গ্রেপ্তার করা হয়েছে নতুন জিমখানার তানভীরকে অরফে টুন্ডা তানভীর।
নারায়ণগঞ্জ মডেল থানার পুলিশ মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে। পরে বিকেলে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃত তানভীর (২২) নতুন জিমখানার র্শীষ মাদক কারবারী আলেক জেন্ডারের ছেলে। পেশায় ছিনতাইকারী।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জামান, দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা চালিয়ে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা অভিযোগে তার মায়ের করা মামলায় আসামী তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে আনা হলে আমলী আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলায় উল্লেখ্য করা হয়, গত শুক্রবার রাতে জিমখানার মাদককারবারি শাহ আলম, তানভীরসহ আরও কয়েকজন র্যালী বাগানে মাদক বিক্রি করতে যায়। এসময় আবির তাদের বাধা দিলে তারা তাকে মারধর করে। পরে দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে কাপড় ব্যবসায়ী আবিরকে।
পর দিন শনিবার রাত নয়টার দিকে মন্ডলপাড়ায় এলাকার র্যালি বাগানের গলি ও গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ে সামনে এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ বাঁধে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় টুন্ডা তানভীর বাহিনী।