1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

রূপগঞ্জে জুয়া খেলায় বাধা দেওয়ায় চার জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১২২ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুয়া খেলায় বাধা দেওয়ায় একই পরিবারে চার জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে জুয়ারিদের বিরুদ্ধে।

সোমবার (২৭ মার্চ) এ ব্যাপারে আহত ইসমাইল হোসেন মাছুম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।

রোববার (২৬ মার্চ) রাতে উপজেলার তারাব পৌরসভার টাটকি এলাকায় এ ঘটনা ঘটে।

ইসমাইল হোসেন মাছুম জানান, স্থানীয় জুয়ারি ও সন্ত্রাসী শাহীন ওরফে ফরমা শাহীন, জসিম, আকাশ ও নুরুন্নবীসহ কয়েকজন মিলে টাটকী এলাকায় দীর্ঘদিন ধরে জুয়া খেলে আসছে।

ইসমাইল হোসেন মাছুম ও এলাকার স্থানীয় মুরুব্বীরা তাদের এলাকায় জুয়া খেলতে নিষেধ করেন। জুয়া খেলতে নিষেধ করায় শাহীনসহ জুয়ারিরা ক্ষিপ্ত হয়ে মাছুমকে ও তার পরিবারকে হুমকি দেয়।

গত সোমবার (২৬ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে মাছুমের ভাতিজা রনি ও নাহিদ টাটকি এলাকার জুয়ারি শাহীনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সে তাদের আটকে রেখে মারধর করে জখম করে। বিষয়টি জানতে পেরে মাছুমের চাচাতো ভাই হোসেন আলী ও মাছুম মিলে জুয়ারি শাহীনের বাড়িতে গিয়ে তাদেরকে ছেড়ে দিতে বলেন। এসময় শাহীন ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাছুম ও হোসেন আলীকে পেটাতে থাকে। এক পর্যায়ে জুয়ারিরা তাদের হাতে থাকা চাপাতি দিয়ে মাছুম ও হোসেন আলীকে কুপিয়ে জখম করেন। এসময় জুয়ারিরা তাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD