আমার নারায়ণগঞ্জঃ
নাসিক ১৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী, নারায়ণগঞ্জ ইয়াং ষ্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বৃহত্বর জামতলা পঞ্চায়েত কমিটির সহ সভাপতি গাজী মোঃ মোখলেছুর রহমান (ময়না) বুধবার দিবাগত রাত আড়াই টায় (২৩শে মার্চ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
তিনি বেশ কিছু দিন যাবৎ কিডনি ও ডায়েবিটিস রোগে আক্রান্ত হওয়ায় তাকে ঢাকা আনোয়ারা মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি- স্ত্রী, একছেলে, দুই কন্যা, আত্বীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বাদ জোহর নিউ চাষাড়া জামতলা ধোপাপট্টি আব্দুল মালেক জামে মসজিদে জানাযা শেষে মাসদাইরস্থ নাসিক কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে পরিবারের পক্ষে মরহুমের বড় ছেলে গাজী ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।