1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চার্জার ভ্যান প্রদান

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
যশোরের চৌগাছায় ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্বরুপদাহ ইউনিয়নের চুটারহুদা গ্রামের কদম আলীর ছেলে অসহায় রুহুল আমিনকে ‘চার্জার ভ্যান’ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের নিবেদিতপ্রাণ মানবতার ফেরীওয়ালা সদস্যগন উপস্থিত থেকে এই চার্জার ভ্যানটি প্রদান করা হয়।

জানা গেছে রুহুল আমিন এর স্ত্রী কঠিন রোগে আক্রান্ত হলে তার চিকিৎসা করতে গিয়ে ভিটা-বাড়ি বিক্রি করে দেয়, এমনকি তার একমাত্র উপার্জনের পথ চার্জার ভ্যানটিও বিক্রি করে চিকিৎসা খরচ করেন। বর্তমান সে তার নিজ গ্রাম ত্যাগ করে স্বরুপদাহ ইউনিয়ন (হিজলী গ্রামে একটি অস্থায়ী বাড়িতে বসবাস করছেন। তার নিজের চার্জার ভ্যানটি না থাকায় কর্মববিমুখ হয়ে রুহুল আমিনের স্ত্রী ও ৩ সন্তানসহ‌ পাঁচ জনের পরিবার খুবই কষ্টে দিন যাপন করছেন। এমতাবস্থায় চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে একটি চার্জার ভ্যানের জন্য আবেদন করলে সংগঠনের পক্ষ থেকে একটি চার্জার ভ্যান প্রদান করা হয়েছে।

“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। ইতোমধ্যে তারা জনপ্রিয় ও এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে। আগামীতে মাদকমুক্ত সমাজ, বাল্যবিবাহ প্রতিরোধ ও দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে নিতে চাই সংগঠনকে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD