আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রাকচাপায় সাইফুল ইসলাম শিমুল নামে এক স্কুটিচালক নিহত হয়েছেন।
(২২ মার্চ) বুধবার দুপুরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম শিমুল বন্দর উপজেলার এলএনজি রোডের ফারুক মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, সাইফুল ইসলাম শিমুল স্কুটি চালিয়ে ঢাকার দিক থেকে নারায়ণগঞ্জে আসছিলেন। পথে দাপা ইদ্রাকপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক ঐ স্কুটিকে চাপা দেয়। শিমুলকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয়রা ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।