আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৫ নং ওয়ার্ডের শীতলক্ষ্যা নদীর পাড়ের শ্মশান ঘটে ভেসে আসা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
২২ মার্চ (বুধবার) সকাল ১০ ঘটিকায় শীতলক্ষ্যা নদীর সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার শ্মশাণ ঘাটে অজ্ঞাত এক নারীর লাশ ভেসে আসলে স্থানীয়রা দেখতে পেয়ে সিদ্ধিরগঞ্জ থানাকে অবগত করলে উক্ত সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ূন ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় বেগুনি রঙের বোরকা পরিহিত উপুড় হয়ে অজ্ঞাত এক নারীর লাশ ভেসে আছে।
পরবর্তীতে এলাকাবাসীসহ সঙ্গীয় ফোর্সের সহায়তার মাধ্যমে লাশটিকে উদ্ধার করা হয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ুন বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে শীতলক্ষ্যা নদীতে এক নারীর লাশ ভেসে আসার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করি এবং লাশটির পরিচয় সম্পর্কে স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করলে স্থানীয় লোকজন লাশটির পরিচয় সম্পর্কে বলতে পারছেনা।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম মোস্তফা আরো জানান শীতলক্ষ্যা নদীতে ভেসে থাকা নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্তের মাধ্যমে আমরা মৃত্যুর কারণ উদঘাটন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো এবং অজ্ঞাত নারীর লাশটির নাম ঠিকানার সংগ্রহ করার চেষ্টা করছি ময়নাতদন্তের পড়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।