আমার নারায়ণগঞ্জঃ
যশোরের চৌগাছায় “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম
মোঃ আলাউদ্দিনের সহধর্মিনীর কঠিন রোগে আক্রান্ত হলে তার চিকিৎসা খরচ চালানোর জন্য অনেক টাকার প্রয়োজন হচ্ছে যা বহন করা তার পক্ষে কষ্ট সাধ্য হয়ে পড়েছে।
এ সময় তিনি চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের শরণাপন্ন হলে মানবতার ডাকে সাড়া দিয়ে তাদের সাধ্যমত আলাউদ্দিনের বাসায় গিয়ে ১৭ই মার্চ
রোজ শুক্রবার বিকালে নগদ অর্থ ৭০০০/ হাজার টাকা প্রদান করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী জনাব
মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ,মোঃ কামরুল হাসান,মোঃনয়ন রহমান,আহম্মেদ রুবেল খাঁন,মোঃ মনিরুল ইসলাম,দীপ্ত বিশ্বাস,মোঃ সাগর হোসেন,মোঃ সম্রাট শাকিল,মোঃ মমিনুর রহমান,মোঃ আলমগীর হোসেন সহ স্থানীয় আরো অনেকে।
“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। ইতোমধ্যে তারা জনপ্রিয় ও এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে। আগামীতে মাদকমুক্ত সমাজ, বাল্যবিবাহ প্রতিরোধ ও দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে নিতে চাই সংগঠনকে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।