1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বন্দরে গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১১৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
বন্দর উপজেলা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোসাঃ ফাহিমা (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৪ মার্চ) রাতে উপজেলার আন্দিরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারককৃত মোসাঃ ফাহিমা আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-১১ এর সহকারী পরিচালক (এএসপি)মোঃ রিজওয়ান সাঈদ জিকুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী ২০১২ সালের ৫ নভেম্বর নিজের টিনশেড ঘর থেকে ১২৪ বোতল ফেন্সিডিল ও ২৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার হন। গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে দীর্ঘ ১০ বছর দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল। এরই ধারাবাহীকতায়, বিজ্ঞ আদালত গত ১৩ মার্চ মোসাঃ ফাহিমাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD