আমার নারায়ণগঞ্জঃ
বন্দরে বোনের বাড়িতে বেড়াতে এসে টাঙ্গাইলের হতাশাগ্রস্থ যুবক এরশাদ (৩০) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
গত রোববার (১২ মার্চ) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দীস্থ জনৈক জামাতা জামান মিয়ার বসত ঘরের আড়ার সাথে গামছা পেচিয়ে ওই যুবক আত্মহত্যা করে।
আত্মহত্যাকারি যুবক এরশাদ টাঙ্গাইল জেলার একই থানার মাটি কাটা এলাকার আনসার আলী মিয়ার ছেলে।
আত্মহত্যার ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে বন্দর থানা পুলিশকে সংবাদ জানালে খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে হতাশাগ্রস্থ যুবক এরশাদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আত্মহত্যাকারি যুবকের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, এরশাদ বিবাহিত ছিল। গত ৬ মাস ধরে হতাশাগ্রস্থ যুবক এরশাদ তার বোনের বাড়ি বন্দর উপজেলার বুরুন্দী এলাকায় বসবাস করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত রোববার রাতে যে কোন সময়ে বোনের বসত ঘরের আঁড়ার সাথে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর ছিদ্দিক জানান, আত্মহত্যা কারন জানার জন্য মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সে সাথে পুলিশে তদন্ত অব্যহত রয়েছে।