আমার নারায়ণগঞ্জঃ
বন্দরে “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” ও “ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা করা হয়। বুধবার (৮ মার্চ) বিকেলে বন্দর উপজেলা হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।
বন্ধুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, বন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার।
সভায় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পল্লী উন্নয়ন (বি আর ডি বি) কর্মকর্তা মো. আবু জাফর, প্রানীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার নাম্নী, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা মহিলা অধিদপ্তরের হিসাব রক্ষক গৌতম চন্দ্র দত্ত,শিক্ষানুরাগী রোকসানা সামিয়া, সাংবাদিক ও কবি সুমনাসহ উপজেলার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নারী সদস্যরা।