আমার নারায়ণগঞ্জঃ
বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ মার্চ) বিকালে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত ভবনটির উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।
২ কোটি ৭২ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে এ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হয়েছে। ২০১৮ সালের ২২ অক্টোবর কাজ শুরু হয়, ৫ তলা ফাউন্ডেশন করা ভবনটির ৩ তলার কাজ শেষ হয় ২০২১ সালের ২০ জানুয়ারি। বাস্তবয়ানে ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ঠিকাদারী প্রতিষ্ঠান ছিল মেসার্স এস আর এন্টারপ্রাইজ।
৩ হাজার ৫০০ বর্গফুটের এই ভবনে ১২টি দোকান, ৬টি টয়লেট, মুক্তিযোদ্ধাদের অফিস, হলরুম রয়েছে।
ভবনটি উদ্বোধনের পর বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত এ খুদার সভাপতিত্বে আলোচনা সভা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধান প্রমুখ।